Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি শিক্ষার্থীর প্রথম উপন্যাস 'প্রিয় উপসংহার'

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১২

জাবি লাইভঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৪তঅম ব্যাচের ছাত্র এম. ফজলে রাব্বীর প্রথম উপন্যাস 'প্রিয় উপসংহার' এসেছে একুশে বইমেলায়।

বইটি বইপোকা প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, এবং বইটির প্রচ্ছদ আঁকিয়ে হচ্ছেন আল নোমান।

বইটি আট দশটা সাধারণ মানুষের গল্প নিয়ে নয় বরং একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দেশের প্রথম শ্রেনীর নাগরিকের জীবনের গল্প নিয়ে।

একটি ভার্সিটি ছাত্রের, ভার্সিটির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তার যে ভালো লাগা, খারাপ লাগা , ভয়, ভালোবাসা, আক্ষেপ স্বপ্ন - সবকিছুই উঠে এসেছে এই উপন্যাসের গল্পে।

ফলে অন্য যেকোন বই থেকে স্বতন্ত্র উপন্যাসটি, যা তারুণ্য নির্ভর সমাজে অন্যরকম গুরুত্বের দাবি রাখে। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা উপন্যাসটি পড়লে মনে হয়, পাঠকও যেনো সেই ভার্সিটিরই একজন ছাত্র।

তার সামনেই ঘটছে সবকিছু। উপন্যাসের নায়ক নায়িকার সুখ, দুঃখ, হাসি-কান্না ছুয়ে যাবে পাঠককে। এছাড়া বইটিতে লেখকের সুপরিমিত হাস্যরস পাঠককে তৃপ্তি দিবে।
বইটি পাওয়া যাবে একুশে বইমেলার সৌহার্দীউদ্যান অংশের স্টল নং ১৯০,১৯১,১৯২ তে।


ঢাকা, ২০ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ