Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গ্রিন ভার্সিটির আইইবি অ্যাক্রেডিটেশন লাভ

প্রকাশিত: ১৫ মে ২০১৮, ০২:৫১

গ্রিনইউ লাইভ: আরো একধাপ এগিয়ে গ্রিন ইউনিভার্সিটি। মানসম্মত ল্যাব, লাইব্রেরি, শ্রেণিকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনার স্বীকৃতিস্বরূপ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) অ্যাক্রেডিটেশন পেয়েছে।

গ্রিন ইউনিভার্সিটির সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগটি এই অসামান্য অর্জন লাভ করেছে। সম্মানজনক এই সনদ অর্জন করায় এখন থেকে গ্রিন ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগের স্নাতকধারীরা পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি লাভের জন্য ‘আইইবি’তে আবেদন করতে পারবেন।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি বা চাকরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবেন তারা।
এর আগে আইইবি’র উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি দল গ্রিন ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে গুনগত মান বজায় রেখে শিক্ষা প্রদান করায় ‘সন্তোষজনক’ গ্রেড প্রদান করেন।

যার ভিত্তিতেই তথ্য যাচাই-বাছাই শেষে অ্যাক্রেডিটেশন প্রদান করে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)। গ্রিন ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. মো. ফৈয়াজ খান বলেন, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে এ ধরনের সম্মানজনক স্বীকৃতি শুধু সিএসই কিংবা ইইই নয়, অন্যান্য বিভাগের শিক্ষার মানোন্নয়নেও উদ্বুদ্ধ করবে।

প্রসঙ্গত, বাংলাদেশে যত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে; এর মধ্যে গুটিকয়েক প্রতিষ্ঠান আইইবি অ্যাক্রিডিটেশন স্বীকৃতির আওতাভূক্ত।

 

 

ঢাকা, ১৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ