Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বশেফমুবিপ্রবিতে সাত দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ১৩ মে ২০১৮, ০৩:৪৯

বশেফমুবিপ্রবি লাইভ: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ সহ সাত দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা জানান, ভিসি বিহীন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে শিক্ষা গ্রহণে প্রবল বাধার সম্মুখিন হচ্ছি। এতে করে শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাত দফা দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিতে হবে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপন করতে হবে ও সেই সাথে সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ, সেশনজট নিরসন, হল ও পরিবহন ব্যবস্থা, পুলিশি হয়রানি বন্ধসহ সাতদফা দাবিতে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক জাহিদ হাসান অনিকের সভাপতিত্বে, যুগ্ন সমন্বয়ক ইরফান ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত মিশেল, স্বাধীন সরকার, সাদিয়া জামান মুক্তি, আল-ফাহাদ, ইফতেখার ইসলাম তুষার প্রমুখ।

উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও জামালপুর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জামালপুর জেলা সংসদের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম চালু করতে ভিসি নিয়োগসহ সাতদফা দাবি ৪৮ ঘন্টার মধ্যে মেনে না নিলে জামালপুর বাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবেন বলে জানান আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহিদ হাসান অনিক।

 

ঢাকা, ১২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ