Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণবিতে জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা

প্রকাশিত: ১৩ মে ২০১৮, ০২:২২

গণবি লাইভ: সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে প্রথম বারের মত ‘‘জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা “ফটোগ্রাফিতে জনস্বাস্থ্য ফুটিয়ে তুলুন আপনার ক্যামেরায়’’ এই শিরোনামে প্রতিযোগিতায় একজন সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবেন।

আগামী ১৫ই জুনের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবি ই-মেইলে পাঠাতে পারবেন। এ আয়োজনে সমন্বয়কারী হিসেবে থাকছে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ।

বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ আবুল বাসার বলেন, “জনস্বাস্থ্য সম্পর্কে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ধারণা জানতে এবং এ বিষয়ে তাদেরকে আরো উৎসাহিত করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।”

তিনি আরো বলেন, “প্রতিটি ছবির সাথে ৭৫-২০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজিতে ছবিটির জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্ব বর্ণনা করতে হবে এবং ছবিটি হতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে।”

১০ জন বিজয়ী ও ১০ জন রানার্স-আপ পুরস্কার হিসেবে পাবেন জনস্বাস্থ্য বিষয়ক বিশ্বখ্যাত লেখকদের অটোগ্রাফকৃত বই, প্রতিযোগিতার স্বীকৃতির সনদ এবং বিভিন্ন উপহার।

নির্বাচিত ২০টি ছবি “মাসিক গণস্বাস্থ্য” ও গণ বিশ্ববিদ্যালয় “নিউজলেটারে” প্রকাশিত হবে। নির্বাচিত এই ছবিগুলো নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হবে।

নিয়মাবলী সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজ facebook.com/gksavar এর ইভেন্টে, ফোন করুন- ০১৭১২-২৩২৬০২, ০১৭১৭-৫৭৬৫৯৭ এই নাম্বারে, অথবা ই-মেইল করুন publichealthphotocontest2018@gmail.com।

ছবি জমাদানের শেষ তারিখ ১৫ই জুন, ২০১৮ইং। এই প্রতিযোগিতায় শুধুমাত্র গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা অংশগ্রহন করতে পারবেন।

 


ঢাকা, ১২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ