Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে 'ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড' দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২ মে ২০১৮, ২২:৫৮

রাবি লাইভ: ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড এই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাবির সচেতনতামূলক অনলাইন গ্রুপের ‘কথোপকোথন’ সদস্যদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের সংবাদ একটি নিত্যনতুন ব্যাপার হয়ে দাড়িয়েছে দেশের জনগনের কাছে। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা আশংঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর একমাত্র কারণ হলো ধর্ষকদের যথাযথ শাস্তি না হওয়া। ধর্ষণ এখন সামাজিক ব্যাধি। শিশুরাও এ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে না। সরকার যদি ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করে তাহলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে।

এসময় বক্তরা আরও বলেন, ধর্ষণে কারণ হিসেবে মেয়েদের ব্যক্তি স্বাধীনতাকে দোষ দেওয়া হয়। ঘরের বাহিরে গেলে সবসময় মেয়েদের আতংঙ্ক নিয়ে ঘুরে বেড়াতে হয়। তাদের ভাগ্যে কি হবে তারা নিজেরাও বলতে পারে না।

বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী রকিবুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শামীম শাহরিয়ার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতান, অনন্ত, শারমিন প্রমুখ।

 


ঢাকা, ১২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ