Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ব্র্যাককে হারিয়ে জয় পেয়েছে গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১১ মে ২০১৮, ২৩:৫২

গণবি লাইভ: মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে শুরুতেই ব্যাট করতে নামে গণ বিশ্ববিদ্যালয়। দলীয় ২২ রানের সময় শূন্য রানে থাকা কাওসার ফিরে গেলেও এদিন আটকানো যায়নি আরেক ওপেনার মাইয়াদকে। ৬টা ছয় ও ৪টা চারের সাহায্যে মাত্র ১৯ বলে ৫৫ রান করে অবসরে যান এই ব্যাটসম্যান।

যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে ৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়।

কম যাননি তিনে নামা ইব্রাহিমও, হৃদয়কে সাথে নিয়ে নিজের ইনিংসে সাজিয়েছেন একের পর এক চার-ছক্কার ফুলঝুরি। তিনিও পরে অবসরে গেছেন নিজের ফিফটি পূরণ করে। শেষদিকে হৃদয়ের হার না মানা ২০ রানের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ১৪৯ রানের পুঁজি পায় গণ বিশ্ববিদ্যালয়। ম্যাচসেরা হয়েছেন গণবির মাইয়ান খান।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ব্র্যাক ইউনিভার্সিটি। আসিফের ৩৪ ও আনামের ৩৬ রানের কল্যাণে কোনরকম দলের রান একশোর কোটা পূরণ করতে পারে ব্র্যাক। ফলে ৪৭ রানের বিশাল জয় নিয়ে নিয়ে মাঠ ছাড়ে গণ বিশ্ববিদ্যালয়। গণবির হয়ে ৩০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন পেসার শাওন।

এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন গণবির রেজিস্টার মো: দেলোয়ার হোসেন, ক্রিড়া কমিটির সভাপতি মো: রফিকুল আলমসহ বিশ্ববদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

 


ঢাকা, ১১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ