Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১০ মে ২০১৮, ০৩:০৬

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পীরগঞ্জের ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

ভিসির শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

ইনস্টিটিউটের রিসার্চ অফিসার মেহজাবীন এলাহী’র সঞ্চালনায় ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: গাজী মাজহারুল আনোয়ার ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনায় বক্তারা দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের নানা দিক গুলো তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই আলোচনায় উপস্থিত ছিলেন।

এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্-ফিল অনুিষ্ঠত হয়।

 


ঢাকা, ৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ