Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবি ও মেরিটাইম ইউনিভার্সিটির সমঝোতা

প্রকাশিত: ৯ মে ২০১৮, ০৩:৩২

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটি বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নোবিপ্রবি ভিসির কার্যালয়ে স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এমওইউতে সই করেন ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান, এসময় নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে সই করেন ভিসি রিয়াল এডমিরাল এমকে খালেদ ইকবাল, এসময় মেরিটাইম ইউনির্ভাসিটি বাংলাদেশ এর আর্থ এন্ড ওশান সায়েন্স ফ্যাকাল্টির ডিন কমোডর শেখ মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন, অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এর ফলে দুই বিশ্ববিদ্যালয়ে মধ্যে যৌথ ফিল্ড ট্রিপ, গবেষণা ও ল্যাব ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়াও উক্ত ‘এমওইউ’র ফলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণসহ ‘সমুদ্র সম্পদ ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ে সুযোগ সম্ভাবনার দুয়ার উম্মোচিত হবে।

 

 

ঢাকা, ৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ