Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে আবারও শিক্ষার্থীদের আবাসিক হলে তালা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৮, ০১:১৪

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও খালেদা জিয়া হলের দুই আবাসিক শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মিছিল ও মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। রাত আটটার দিকে হলের সামনে এক ঘণ্টা বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথে দেড় ঘণ্টা আলোচনা শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

জানা যায়, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক খালেদা জিয়া হলের শিক্ষক রুনা সাহা ও জিয়াউর রহমান খানের পদত্যাগের দাবির মুখে সহকারী প্রক্টর আশ্বাস দিলেও সেই আশ্বাস পূরণ না হওয়ায় দ্বিতীয় দিনের মতো গতকাল রাতে ফের হলের বিক্ষোভ মিছিল ও মূল ফটকে তালা দেয় ছাত্রীরা।

এসময় শিক্ষার্থীদের সাথে রাত সাড়ে ৯টায় থেকে সাড়ে ১০টায় পর্যন্ত আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরবর্তীতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম এবং ওই দুই আবাসিক শিক্ষককে হলের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি ঘোষণা করে ছাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের সিট যদি ওনারা ইচ্ছা করে বাতিল করতে পারে তাহলে ওনাদের কেন পদত্যাগ করা হবে না। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এসময়ের মধ্যে যদি রুনা সাহা ও জিয়াউর রহমান খানকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা পরবর্তীতে আবার আন্দোলনে নামবো এবং ওই দুই শিক্ষককে হলের যাবতীয় কাজ থেকে অব্যাহতি ঘোষণা করছি। হলের কোন কাগজ পত্রে তাদের স্বাক্ষর ব্যবহার মেনে নিবো না। এছাড়াও মঙ্গলবারে ভিসি বরাবর একটি লিখিত অভিযোগ দিবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। এ অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার জরুরিভাবে একটি মিটিং করা হবে। পরে এ ব্যাপারে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ