Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির সাদ্দাম হোসেন হল প্রভোস্টের দ্বায়িত্ব গ্রহন

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৮, ০২:৫৩

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের নবনিযুক্ত প্রভোস্ট, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান দ্বায়িত্ব গ্রহন করেছেন। সোমবার বেলা সাড়ে বারোটায় হলের প্রভোস্ট অফিসে তাকে দ্বায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রভোস্ট, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম।

দ্বায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল হক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, শহিদ জিয়াউর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: সাইদুর রহমান, টিএসসিসির পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাকি বিল্লাহ বিকুল, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ইবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। এসময় নবনিযুক্ত প্রভোস্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং বিদায়ী প্রভোস্টের কাছ থেকে হলের যাবতীয় দ্বায়িত্ব বুঝে নেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলমের মেয়াদ শেষ হওয়ায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী নতুন প্রভোস্ট হিসেবে প্রফেসর ড. আতিকুর রহমানকে নিয়োগ প্রদান করেন। নিয়ম অনুযায়ী আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

 

 

ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ