Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০৬৩ জন

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৮, ০১:৫৫

দিনাজপুর লাইভ: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার হরা হয়েছে। এছাড়া ১০৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, ২ এপ্রিল সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৯৯ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১০৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া ওই দিনের পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় একজন ও গাইবান্ধা জেলায় একজন। এই পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ০৭ শতাংশ।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ১৮৯ জন, গাইবান্ধায় ১৭৯ জন, নীলফমারীতে ১১৮ জন, কুড়িগ্রামে ১১৮ জন, লালমনিরহাটে ৬৫ জন, দিনাজপুরে ২৩৫ জন, ঠাকুরগাঁওয়ে ১১৭ জন ও পঞ্চগড় জেলায় ৫২ জন রয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, দিনাজপুরের জেলা প্রশাসক ড. আনম আব্দুছ ছবুর সরকারী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় কোন ধরনের অনিয়ম হলে সাথে সাথে বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনের সময় দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান, উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল, দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আখতার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৪৫টি কলেজের ১ লাখ ১৮ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬১ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫৭ হাজার ১৩৮ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯০ হাজার ৫৫৬ জন, জিপিএ উন্নয়ন ৯৯৪ জন, অনিয়মিত ২৭ হাজার ৩৫৮ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৩৩ জন।

 


ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ