Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রাণি চিকিৎসক বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৮, ০২:২২

রাবি লাইভ: বাংলাদেশের প্রত্যেক উপজেলায় প্রাণি চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ছাত্র সমিতি। রবিবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির বলেন, একজন ভেটেরিনারি সার্জন দ্বারা একটি পুরো উপজেলার প্রাণি চিকিৎসা নিশ্চিত করা কখনও সম্ভব নয়। যদি প্রত্যেক উপজেলাতে তিন থেকে চারজন ভেটেরিনানিয়ান নিয়োগ দেওয়া যায় তবে এ সঙ্কট দূর করা যাবে।

তিনি আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গড়তে প্রাণিসম্পদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু যুগোপযোগী অর্গানোগ্রামের অভাবে এ সেক্টর বারবার বাধার সম্মুখীন হচ্ছে। কর্মসূচি থেকে সংগঠনের সদস্যরা পুরাতন অর্গানোগ্রামের সংস্কারের দাবি জানান।

কাজী বাহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের ভিপি শাফিউল ইসলাম, ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।

 

ঢাকা, ১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ