Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের নতুন কমিটি

প্রকাশিত: ১ এপ্রিল ২০১৮, ০৩:৩৮

রাবি লাইভ: আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় সম্মেলন ও কাউন্সিল শনিবার বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করেন, আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি হেমন্ত মাহাতো।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এএম শাকিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী জেলা সভাপতি সোহরাব হোসেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজাশাহী মহানগর শাখার সভাপতি দীপন চাকমা, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমার, বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি সভাপতি ফিদেল মনির।

এছাড়াও বক্তব্য রাখবেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান, রাবি কমিটির সাবেক দপ্তর সম্পাদক আপেল মুন্ডা প্রমুখ।

সম্মেলন ও কাউন্সিলে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরাতন কমিটির বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। উক্ত সম্মেলন ও কাউন্সিলে সর্বোসম্মতিক্রমে রতিশ টপ্যকে সভাপতি, উজ্জল মাহাতোকে সাধারণ সম্পাদক, অগাস্টিন কিস্কুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি
গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান।

সম্মেলনে বক্তারা বলেন, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও বেগবান এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আজকের এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

আদিবাসী ছাত্র পরিষদ বাংলাদেশের আদিবাসী শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি আদিবাসীদের অধিকার ও দাবী প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন, সংগঠিত ও ঐক্যবদ্ধ করে যাচ্ছে। এছাড়াও সমগ্র আদিবাসীদের শোষণ, নির্র্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, হত্যা, ধর্ষণ, অপহরণ, হামলা-লুটপাট- অগ্নিসংযোগের প্রতিবাদে লড়াই, সংগ্রাম অব্যহত রেখেছে। আদিবাসীদের সাংবিধানিক এবং ভূমি অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

ঢাকা, ৩১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ