Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শোকে স্তব্ধ কুয়েট, না ফেরার দেশে চার শিক্ষার্থী

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৮, ০২:০৫

কুয়েট লাইভ: চার মেধাবী শিক্ষার্থী চলে গেলেন না ফেরার দেশে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কেউ হারিয়েছে সহপাঠী বন্ধু, কেউ হারিয়েছে বড় ভাই, দেশ হারালো চার প্রকৌশলী, মা-বাবা হারালো তার সন্তানকে।

গত ২৪ মার্চ দিনগত রাত ১টায় ময়মনসিংহের ভালুকায় মাস্টারবাড়ি এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের চার শিক্ষার্থী গত ১০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত স্কয়ার গ্রুপের একটি টেক্সটাইল মিলে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের (ইন্টার্ন) জন্য ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি ৬তলা ভবনের ৩ তলায় থাকতেন তারা।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় মো. তৌহিদুল ইসলাম। গুরুতর দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মার্চ) রাতে মো. শাহীন মিয়া, পরদিন বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে মো. হাফিজুর রহমান এবং শুক্রবার (৩০ মার্চ) সকালে দিপ্ত সরকারের মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। এক শোক বিবৃতিতে কুয়েট ভিসি শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


ঢাকা, ৩০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ