Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাস স্টাফের হামলায় শিকার ঢাবি শিক্ষার্থী

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৮, ২২:০১

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মেরে গুরুতর আহত করেছে চন্দ্রা থেকে নারায়ণগঞ্জগামী ‘মৌমিতা’ বাসের স্টাফরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর চাঁনখারপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত রায়হান উদ্দিন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ভুক্তভোগী রায়হান শ্যামলী থেকে ‘মৌমিতা’ বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংলগ্ন নিমতলী গেটে নামতে চায়। কিন্তু ওই বাসের স্টাফ তাকে জোরপূর্বক চাঁনখারপুলে নামিয়ে দেয়ার চেষ্টা করে। এর ফলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাসের দুইজন স্টাফ মিলে তাকে উপর্যুপরি মারতে থাকে।

হামলায় রক্তাক্ত অবস্থায় রায়হানের সহপাঠীরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। পরে সেখান থেকে আবার চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। আহত রায়হান বর্তমানে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ ব্যাপারে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘হামলার বিষয়টি আমরা জেনেছি। রায়হান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিশ্ববিদ্যালয় থেকে তাকে সব ধরণের সহায়তা দেয়া হবে। রায়হানসহ হামলাকারীদের সাথে বসে আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।


ঢাকা, ৩০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ