Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে বৈজ্ঞানিক সম্মেলন

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৮, ০২:০৪

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চ (বিএসভিইআর) এর দুদিন ব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভেটেরিনারিয়ানদের সর্ববৃহৎ দুইদিন ব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘আগামীর ভেটেরিনারি শিক্ষা ও বাংলাদেশ’। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসভিইআর’র ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মো. শহীদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং এমিরেটাস প্রফেসর ড. মো. এমএ সাত্তার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. প্রিয় মোহন দাস, ওয়ার্ল্ড প্রোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, মানবসম্পদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হল সুস্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। মেধাবী জাতি গঠনে দুধ, ডিম, মাছ-মাংসের উৎপাদন আরও বাড়াতে হবে এবং দেশের দরিদ্র মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর মানবসম্পদ উন্নয়নে প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটাতে ভেটেরিনারিয়ানদের কাজ করে যেতে হবে।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পিএইচডি ফেলো, মাস্টার্স শিক্ষার্থী এবং দেশের ভেটেরিনারি গ্রাজুয়েটবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।

 


ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ