Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কাকন বিবির মৃত্যুতে যবিপ্রবি ভিসির শোক

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৮, ০১:৫১

যবিপ্রবি লাইভ: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাকন বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন।

এক শোক বার্তায় যবিপ্রবি ভিসি ড. মো: আনোয়ার হোসেন বলেন, একজন নারী হয়েও মুক্তিযুদ্ধে কাকন বিবি যে অবদান রেখেছিলেন, তা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতি কখনো ভুলতে পারবে না। তাঁদের মতো মহিয়সী, নিবেদিত প্রাণ নারীদের বীরত্বেই আজকের বাংলাদেশের সৃষ্টি।

এই মহান নারী মুক্তিযুদ্ধে অন্তত্ব ২০টি সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। যুদ্ধের সময় তাঁর পায়ে গুলিও লাগে। তাঁকে নৃশংসভাবে অত্যাচার করেছিল পাকিস্তানি বাহিনী। ওই অত্যাচার থেকে মুক্তি পেয়েও তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

শুধু যুদ্ধক্ষেত্র নয়, জীবদ্দশায় তিনি যে জীবন সংগ্রাম করেছেন তা সবার জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত জয়ী এই মহীয়সী নারীর মৃত্যুতে যে গভীর শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়। ভিসি ড. আনোয়ার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 


ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ