Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

“অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে, সমুদ্র সম্পদের গুরুত্ব দিতে হবে”

প্রকাশিত: ২২ মার্চ ২০১৮, ২২:৪০

চুয়েট লাইভ: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, টেকসই উন্নয়নের জন্য জাতীয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা খুবই জরুরি।

এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি বিকল্প খুঁজতে হবে। তবেই আমাদের উন্নয়নের চিত্র দৃশ্যমান হবে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক দুরদর্শীতায় আমরা ভারত ও মায়ানমার থেকে বিশাল সমুদ্রসীমার অধিকার অর্জন করেছি। সেক্ষেত্রে পানিসম্পদ ও সমুদ্রসম্পদ হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। আমাদের পুরকৌশল ও পানিসম্পদ প্রকৌশলীদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুর ও পানিসম্পদ কৌশল বিভাগ আয়োজিত “ন্যাশনাল কনফারেন্স অন ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং (NCWRE)” শীর্ষক এক জাতীয় কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চুয়েটের পুর ও পানিসম্পদ কৌশল বিভাগ পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে দু’দিনব্যাপী উক্ত কনফারেন্সের আয়োজন করে।

পুর ও পানিসম্পদ কৌশল বিভাগের প্রধান এবং কনফারেন্স চেয়ার প্রফেসর ড. আয়শা আখতারের সভাপতিত্বে উক্ত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সেল্স এন্ড মার্কেটিং বিভাগের উপ-ব্যাপস্থাপনা পরিচালক (ডিজিএম) আবদুর রহিম।

পুরকৌশল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্যামল আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুর ও পানিসম্পদ কৌশল বিভাগের লেকচারার এবং কনফারেন্সের জয়েন্ট-সেক্রেটারি মো: শোভন হালদার।

এ ছাড়া কনফারেন্সের সমাপনী দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়াটার কুইজ, ফটোগ্রাফিক প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন অনুুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কনফারেন্সে চট্টগ্রামের কর্ণফুলী নদী নিয়ে ১১টি এবং হালদা নদী বিষয়ে ৪ টি বিশেষ প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। এছাড়া কনফারেন্সে পৃথক ৬ টি টেকনিক্যাল সেশনে মোট ৬৯ টি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এতে দেশের ১৫ বিশ্ববিদ্যালয় এবং ৬টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ১৭৪ জন শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

 


ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ