Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে সংঘর্ষ: মামলায় আসামি হলেন যারা

প্রকাশিত: ২২ মার্চ ২০১৮, ০২:৪০

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম বাী হয়ে সিলেটের জালালাবাদ থানায় ওই মামলা করেছেন।

মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলামসহ ১০ জনের নাম উলে­খ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০ জনকে আসামী করা হয়েছে। মামলায় আসামীরা হলেন, ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আবু সাঈদ আকন্দ, সাজিদুল ইসলাম সবুজ, সৈয়দ জুয়েম, আশরাফুল আলম অন্তু, দোলন আহমেদ, লক্ষণ চন্দ্র বর্মণ প্রমুখ।

উলে­খ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের সঙ্গে সহ-সভাপতি তারিকুল ইসলামের অনুসারীর সংঘষ হয় মঙ্গলবার রাতে। এসময় আব্দল্লাহ রনি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এদিকে বুধবার দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ী বহিষ্কারসহ শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ