Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৮, ২৩:৪৭

চুয়েট লাইভ: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি প্রফেসর ড. মো: আব্দুর রহমান ভূঁইয়ার অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষক সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক।

বিদায় কমিটির নির্বাহী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারি (ইইই) বিভাগের প্রফেসর ড. কাজী দেলোয়ার হোসেন।

এতে বিদায়ী কমিটির আর্থিক বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক ও পুরকৌশল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: বশির জিশান। অনুষ্ঠানের শুরুতে ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত প্যানেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। এরপর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে নতুন শিক্ষক কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. জিএম সাদিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে বলেন, আমার প্রথম পরিচয় আমি নিজেও একজন শিক্ষক। শিক্ষকদের কল্যাণকর অধিকার আদায়ে নতুন কমিটি কাজ করে যাবে। একইসাথে চুয়েটের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

 

ঢাকা, ১২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ