Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে দুইদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১২ মার্চ ২০১৮, ২২:৩২

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী করেছে ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটি চলবে আগামী বিকেল পর্যন্ত।

এ প্রদর্শনী সম্পর্কে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি এএম শাকিল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ২৮ বছর রাকসু নির্বাচন হয় না। নির্বাচন না হওয়ায় বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হয়রানি, হলের সিট বাণিজ্য চলছে। এমনকি ক্যম্পাসে দিন দিন নারী নির্যাতন বাড়ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাছাড়া, বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্যও রাকসু নির্বাচন জরুরী।

দিনব্যাপী প্রদর্শনীর ১ম দিনে এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শাতিল সিরাজ, ফোকলোর বিভাগের সহকারী প্রফেসর ড. আমিরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি এএম শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, সদস্য শাকিলা খাতুন প্রমুখ। এতে প্রায় ২০০ শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হয়।

 


ঢাকা, ১২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ