Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে দুইদিন ব্যাপি রজতজয়ন্তী শুরু

প্রকাশিত: ১০ মার্চ ২০১৮, ০১:০৬

ইবি লাইভ: ‘চলো মিলি স্মৃতির মোহনায়’ এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের দুইদিন ব্যাপি রজতজয়ন্তী ও অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়।

জানা যায়, ইংরেজি বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সুলতানা সুখীর সঞ্চালনায় ও বিভাগের সভাপতি প্রফেসর ড. আক্তারুল ইসলাম জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান,
ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১ম ব্যাচের শিক্ষার্থী নূর-এ-খাজা আলামীন।

দুই দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় পর্ব, মধ্যহ্নভোজ, আলোচনা অনুষ্ঠান ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় ও শেষদিন কর্মসূচীর মধ্যে রয়েছে, সকালের নাস্তা, বর্ণাঢ্য শোভাযাত্রা, অ্যালামনাই পরিবার নিয়ে গেইমস, মধ্যহ্নভোজ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 


ঢাকা, ০৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ