Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে আন্তর্জাতিক ফিজিক্স সম্মেলন

প্রকাশিত: ৯ মার্চ ২০১৮, ০০:৩৯

ঢাবি লাইভ: সম্মেলনের প্রতিপাদ্য ‘ফিজিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ নির্ধারণ করে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিজিক্স’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) এ সম্মেলন শুরু হয়। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাবি ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী প্রফেসর ড. অজয় কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্স’ এর ফেলো ও সচিব প্রফেসর ড. মেসবাউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সহসভাপতি প্রফেসর ড. আবু হাসান ভূঁইয়া ও প্রফেসর ড. গোলাম মো. ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইসতিয়াক এম সৈয়দ প্রমুখ।

ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বলেন, যেহেতু বিজ্ঞানের ভাষা পদার্থ বিজ্ঞান ও গণিত। তাই পদার্থ বিজ্ঞানে আরও বেশি গবেষণা হওয়া উচিৎ।

উল্লেখ্য, মোকাররাম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনস্থ পদার্থ বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত এ সম্মেলনে ২২টি সেশনে দেশ-বিদেশের গবেষকসকসহ মোট ৩৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।


ঢাকা, ০৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ