Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রকাশিত: ৮ মার্চ ২০১৮, ০১:৪৯

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সেমিনারের আয়োজন করা হয়।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এরপর দিবসটি উপলক্ষে ভার্চুয়াল ক্লাস রুমে সেমিনারের আয়োজন করা হয়। ‘অগ্নিঝরা মার্চ ৭১: ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে মূখ্য আলোচক ছিলেন হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর মহাসচিব হাসান-উজ-জামান।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের শ্রদ্ধা জানানোর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কেন্দ্রীয় লাইব্রেরীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় হল প্রশাসন।

দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে মূখ্য আলোচক হাসান-উজ-জামান ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশের জন্য ভূমিকা রাখার আহবান জানান।

বেরোবিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সেমিনার

 

এদিকে গণিত বিভাগের গ্যালারি রুমে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভিসি। সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. আরএম হািফজুর রহমান।

 

ঢাকা, ০৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ