Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে ভর্তি জালিয়াতি, চার শিক্ষার্থী আটক

প্রকাশিত: ৭ মার্চ ২০১৮, ০৩:৩২

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার প্রমাণ পাওয়ায় চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে টাকার বিনিময়ে অন্য শিক্ষার্থী দিয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় ওই তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোতয়ালী থানায় সোপর্দ করে। আটককৃত শিক্ষার্থীরা হলেন, ভূমি আইন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কালাম আহমেদ, এলিন শেখ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান, লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ।

এদের মধ্যে গত ৪ মার্চ ভূমি আইন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এলিন শেখ একই প্রক্রিয়ায় আটক হন। তাকে কোতয়ালী থানা পুলিশ আদালতে হাজির করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. নূর মোহাম্মদ বলেন, প্রক্সি দিয়ে ভর্তির অভিযোগে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মশিউর রহমান জানান, ভর্তি জালিয়াতির অভিযোগে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। মূল হোতাদের আটকে চেষ্টা করা হচ্ছে।


ঢাকা, ০৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ