Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে যবিপ্রবি ভিসির শোক

প্রকাশিত: ৬ মার্চ ২০১৮, ২২:২৪

যবিপ্রবি লাইভ: একাত্তরের মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন।

এক শোক বার্তায় যবিপ্রবি ভিসি ড. মো: আনোয়ার হোসেন বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণী ছিলেন বহু গুণে গুণান্বিত একজন বিদুষী নারী। তিনি রক্ষণশীলতার আগল ভেঙে, সামাজিক বাধা উপেক্ষা করে স্বাধীনভাবে নারীদের চলতে শিখিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই নারী সারা জীবন তাঁর শিল্প সত্তাকে লালন করেছেন।

তাঁর প্রতিটি শিল্প-কর্মই ছিল অনন্য। তুলির আঁচড়ে তিনি গেয়েছেন জীবনের জয়গান। রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক জয়ী এই মহীয়সী নারীর মৃত্যুতে যে গভীর শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়। প্রফেসর আনোয়ার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

ঢাকা, ০৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ