Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নবীনদের বরণ করে নিলো রাবি প্রশাসন

প্রকাশিত: ৬ মার্চ ২০১৮, ২১:৩২

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে’ এই শ্লোগানে মঙ্গলবার সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলানায়তনে জাতীয় সঙ্গীত ও পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে বরণ অনুষ্ঠান শুরু হয়।

এসময় নবীনদের উদ্দেশ্যে ভিসি আব্দুস সোবহান বলেন, ‘বিদ্যা অর্জন করে ভাল মানুষ হবে বলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তবে বিদ্যা অর্জন করলে বিদ্যান হওয়া যায়, কিন্তু শিক্ষিত হওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অনেক মেধাবী শিক্ষার্থী খারাপ হয়ে যায়।

একটি কথা বলব যে ‘বিদ্যান ব্যক্তি অর্থাৎ জ্ঞানী ব্যক্তি সে পরিশীলিত হবে। যাদের সাথে সে মেলামেশা করে তাদের আচরণকে পরিশীলিত করবে। এটা হবে শিক্ষার্থীদের উদ্দেশ্য’ বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহান।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এমএ বারী।

 


ঢাকা, ০৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ