Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবিতে পথনাটক

প্রকাশিত: ৬ মার্চ ২০১৮, ০৪:০৬

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পথনাটক ‘ব্লাড’ মঞ্চস্থ হয়েছে। ‘থিয়েটার মুরারি চাঁদ’ এর পরিবেশনায় সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় পথনাটকটি মঞ্চস্থ হয়।

বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের উদ্যোগে ‘আততায়ীর খোঁজে, ফাল্গুনে পথে’ শীর্ষক চারদিনব্যাপী পথনাটক উৎসবের প্রথম দিনে এ নাটক মঞ্চস্থ হয়। নাটকের মাধ্যমে জঙ্গিবাদকে নিরুৎসাহিত করতেই এ আয়োজন বলে জানান দিক থিয়েটারের সদস্যরা। আগামী মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে ওয়ারিশ, আদাব এবং আদিম পৃথিবীর আহ্বান শীর্ষক পথনাটক মঞ্চস্থ হবে।

উল্লেখ্য, শনিবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ফেস্টিভাল চলাকালীন বিকেল সাড়ে ৫টার দিকে ফয়জুর রহমান (২৪) নামে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ ঘটনার প্রতিবাদে উত্তাল রয়েছে শাবি ক্যাম্পাস।

 

ঢাকা, ০৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ