Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ড. জাফর ইকবালের উপর হামলা হাবিপ্রবি পরিবারের নিন্দা

প্রকাশিত: ৫ মার্চ ২০১৮, ০২:০৬

হাবিপ্রবি লাইভ: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তমঞ্চ এলাকায় বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের উপর ঘৃণ্য সন্ত্রাসী হামলায় করা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

ভিসি বলেন, বর্বরোচিত সন্ত্রাসী হামলা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল বুদ্ধিজীবীর উপর হামলার সামিল। বিশ্বিবদ্যালয় পরিবার মনে করেন এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামি দিনে কোন মুক্তচিন্তার শিক্ষাবিদের উপর হামলা না হয়।

জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং দোষীদের অতিদ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। হাবিপ্রবি’র ভিসি বর্তমানে ঢাকাতে চিকিৎসাধীন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ