Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে র‌্যালি, সমাবেশ ‘জাতিসংঘে বাংলা চাই’

প্রকাশিত: ১ মার্চ ২০১৮, ০০:৫৪

ইবি লাইভ: ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি, সমাবেশ ও অনলাইন ভোটিং অনুষ্ঠিত হয়েছে। মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি স্বরুপ জাতিসংঘে বাংলা চাই দাবিতে র‌্যালি ও অনলাইন ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ডায়না চত্ত্বর হয়ে শহিদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। এরপর র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফেরদাউসুর রহমান সোহাগের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইবিতে র‌্যালি, সমাবেশ ‘জাতিসংঘে বাংলা চাই’

এসময় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্স (আইআইইআর) এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ইংরেজি বিভাগের প্রফেষর ড. শাহাদৎ হোসেন আজাদ, বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল, পরিসংখ্যান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সাজ্জাদ হোসেন, আইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাজ্জাদুর রহমান টিটু, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অলিমুজ্জামান টুটুল, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, ইবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

ইবিতে র‌্যালি, সমাবেশ ‘জাতিসংঘে বাংলা চাই’

সমাবেশ শেষে জাতিসংঘে বাংলা চাই দাবিতে অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা। অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। উদ্বোধন শেষে একে একে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জাতিসংঘে বাংলা চাই দাবিতে ভোট দেন।

 

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ