Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রকমারি 'পিঠা উৎসব'  

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ২৩:৫৯

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শীতকালীন ‘পিঠা উৎসব’। সোমবার সকাল ১১:৩০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ উৎসবের আয়োজন করেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শারমিন আক্তারের সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম মাহবুব হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসের ড. মুহাম্মদ মুহসিন উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. সুব্রত কুমার দাস, রেজিস্টার মো: মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইব্রাহীম মোল্লা, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবু জাফর মিয়াসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহীপুলি পিঠা,পাটি সাপটা, জামাই পিঠা, বেনি পিঠা, পাকান পিঠা, ভাপা পিঠা, কমলা সুন্দরী, তালের বড়া, নকশী পিঠা, সেমাই পুলি পিঠা, রস পিঠা, সবজি পাকান, ছিটা রুটি, শামুক পিঠা, ডিম পিঠাসহ প্রায় ১০০ রকমের পিঠার আয়োজন করে শিক্ষার্থীরা।

পিঠা উৎসব বাঙালি ঐতিহ্যের অন্যতম অংশ। এ উৎসব বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। এ ধরণের উৎসব বাঙ্গালি সংস্কৃতি চর্চার মাধ্যম। পিঠা উৎসবে কেউ পিঠা বানিয়ে, কেউ বন্টন করে, কেউ খেয়ে আবার কেউ দেখে আনন্দ উপভোগ করে। এরকম ভিন্ন ধর্মী আয়োজনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখছে বলে বিশ্বাস করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


ঢাকা, ১২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ