Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে সার্টিফিকেট নিতে এসে মার খেলেন ছাত্রদল নেতা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ০২:৩০

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সার্টিফিকেট নিতে এসে মারধরের শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। এক নেতাকে মারধর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রবিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রদল নেতা আফফান আলী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ৩৯ ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরতত হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আফফান বিশ্ববিদ্যায়ের প্রধান ফটকে এলে তাকে শাখা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক বাসুদেব মজুমদার, কার্যকরী সদস্য আসিফ রিবর্ন, ছাত্রলীগ কর্মী সাইফুল, মেহেদী, ইয়াসিন, জিম, মামুন, সুপ্ত সহ দশ-বারোজন মিলে মারধর শুরু করেন।

বেধড়ক পিটুনির পর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজে পাঠান। মারধরকারী সবাই বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হলের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, নাশকতা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার পায়তারা করছে মনে হওয়ায় কয়েকজন নেতা-কর্মী তাকে মারধর করেছে।

 

ঢাকা, ১১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ