Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মোবাইলে প্রশ্ন ও উত্তরপত্র, ২ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ০০:২৭

দিনাজপুর লাইভ: মোবাইল ম্যাসেঞ্জারে প্রশ্ন এবং উত্তর পত্র রাখার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিস্কৃত দুই পরীক্ষার্থী হলেন খানসামা উপজেলার খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং মো: মোজাম্মেল হোসেনের ছেলে মো: আরাফাত হোসাইন, রোল নম্বর-২৪৫৪৬১ ও একই বিদ্যালয়ের ছাত্র এবং মো: শহীদুল ইসলামের ছেলে মো: সৈকত জামান, রোল নম্বর-২৪৫৪৬৬।

পরীক্ষা কেন্দ্র সচিব এবং ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা জানান, পরীক্ষা শুরুর পূর্বে মো: আরাফাত হোসাইন এবং মো: সৈকত জামান নামে দুই পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোনসহ মোবাইল ম্যাসেঞ্জারের প্রশ্ন পত্রের সেট ও উত্তর পত্র পাওয়া যায়।

পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা এবং পুলিশের সহযোগিতায় উক্ত দুই ছাত্রের মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে পরীক্ষা শুরু হলে প্রশ্ন পত্রের উত্তর পত্রের সাথে মিল পাওয়া গেলে বর্ণিত অপরাধে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: রাশেদুজ্জামান দুই পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঢাকা, ১১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ