Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবিতে প্রভোস্টসহ ৬ অনুষদের ডিন নিয়োগ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০১৮, ০২:৩৮

কুবি লাইভ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি আবাসিক হলের প্রভোস্ট ও ছয়টি অনুষদের নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর নির্দেশক্রমে "কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২ (৬) " অনুযায়ী মঙ্গলবার প্রভোস্ট এবং ডিনদের নিয়োগ দেওয়া হয়।

বুধবার ক্যাম্পাসলাইভ২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার। এতে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট নিয়োগ পেয়েছেন নৃ-বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এনএম রবিউল আউয়াল চৌধুরী।

এছাড়া ছয়টি অনুষদের ডিন হিসাবে রসায়ন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. একেএম রায়হান উদ্দিনকে বিজ্ঞান অনুষদ, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মাসুদা কামালকে সমাজবিজ্ঞান অনুষদ, বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. জিএম মনিরুজ্জামানকে কলা ও মানবিক অনুষদ, মার্কেটিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে বিজনেস স্টাডিস অনুষদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সজল চন্দ্র মজুমদারকে প্রকৌশল অনুষদ এবং অর্থনীতি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দকে আইন অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞান অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের ডিনরা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এবং অন্যরা নিয়োগের দিন থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

 


ঢাকা, ০৭ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ