Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে মানব বন্ধন, ভিসি প্যানেল নির্বাচনের দাবি

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০১৮, ০২:৫৬

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিসি প্যানেল নির্বাচন ঘোষণার দাবিতে প্রগতিশীল জোটের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’র ব্যানারে মানব বন্ধন করেছে সিনেট সদস্যরা।

সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানব বন্ধন করে তারা। মানব বন্ধনে আওয়ামীপন্থী সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর শরীফ এনামুল কবির বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দ্রুত ভিসি প্যানেল নির্বাচনের দাবি করছি। আশা করছি ভিসি ১৯৭৩ এর অধ্যাদেশ সমুন্নত রাখার স্বার্থে ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

মানব বন্ধনে সিনেটে আওয়ামীপন্থী প্যানেলের ২০ জন শিক্ষক প্রতিনিধি ও নির্বাচিত রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন করেন তারা। এসময় লিখিত বক্তব্যে সাবেক ভিসি প্রফেসর শরীফ এনামুল কবির ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা, ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ, জাকসু পুন:প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবি তুলে ধরেন।

প্যানেল নির্বাচনের বিষয়ে ভিসি প্রফেসর ফারজানা ইসলাম বলেন, অনেক দ্রুতই ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

 

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ