Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে পিএইচডি সেমিনার

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০১৮, ২৩:৩৯

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ‘গ্রিন ব্যাংকিং: এ স্টাডি অন সিলেক্টেড কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ' শীর্ষক এক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: বখতিয়ার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেষর ড. কাজী আখতার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুতাপ কুমার ঘোষ, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর আব্দুস শাহীদ মিয়া, প্রফেসর ড. আব্দুল হান্নান, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. জাকির হোসেন প্রমুখ।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহার তত্বাবধানে পিএইচডি গবেষণাপত্র উপস্থাপন করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সঞ্জয় কুমার সরকার।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সঞ্জয় কুমার সরকার বলেন, ‘গ্লোবাল ওয়ার্মিং এর কারনে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এই বিপর্যয় থেকে রক্ষার জন্য ব্যাংক যদি গ্রীণ ওয়েতে তাদের কার্যক্রম পরিচালনা করে তবে গ্লোবাল ওয়ার্মিং এর কারনে সংঘটিত প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাবো।’

 

 

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ