Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের আলোচনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০১৮, ২৩:২২

রাবি লাইভ: পাহাড় ও সমতলে আদিবাসীদের উপর নির্যাতনের মাত্রার সীমা ছাড়িয়েছে বলে অভিযোগ করছেন আদিবাসী শিক্ষার্থীরা। ২০১৭ সালে আদিবাসীদের উপর নির্যাতনের বিচার না হওয়ায় মানবাধিকার লংঘনের চিত্র তুলে ধরে পর্যলোচনা শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি করেন তারা।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কাফেটেরিয়ায় শনিবার দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার উল্লেখ করে বলেন, রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক মারমা তরুণী ধর্ষন, গাইবান্ধায় সাঁওতাল হত্যা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুক্তিযুদ্ধাসহ তার পরিবারের উপর হামলা, নাটোরে ১৫টি সিং পরিবারকে উচ্ছেদ, পাহাড়ে রমেল হত্যা সহ পাহাড়ে অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আদিবাসীদের উপর মানবাধিকার লংঘনের মাত্র ছাড়িয়ে গেছে।

তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এই দেশে বসবাস করলেও আজ ভূমিহীন, নিরাপত্তাহীনতা, রাষ্ট্রের বঞ্চনা, প্রতিনিয়ত নির্যাতন এবং দেশান্তরিকরণের শিকার হচ্ছে আদিবাসীরা। কিন্তু বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোন সুষ্ঠ বিচার পায়নি আদিবাসীরা। সভায় আদিবাসীদের উপর এই অপরাধের সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।

আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী শাখার সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফোকলোর বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমিরুল ইসলাম কনক, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, রাজশাহী মহানগর আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দ্বীপেন চাকমা, ছাত্র ইউনিয়ন সভাপতি এমএম শাকিল হোসেন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস। এছাড়াও বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমারসহ শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ