Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে আর্সেনিক গবেষণার এক দশক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০১৮, ২০:৫৮

রাবি লাইভ: জাপানের টকুশিমা বুরনি বিশ্ববিদ্যালয়ের মলিকুলার নিউট্রিয়েশন এন্ড টক্সিকোলজি বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের যৌথ গবেষণার এক দশক পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ‘হেলথ ইফেক্টস অফ ক্রনিক একপোসিউর টু আর্সেনিক’ শিরোনামের সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

জাপানের টকুশিমা বুরনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সেইসিরো হিমনুর সাথে বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও পরিবেশ স্বাস্থ্য বিজ্ঞান গবেষণাগারের প্রধান গবেষক ড. খালেদ হোসেন আর্সেনিকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই যৌথ গবেষণা করে আসছেন। বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ডীন কনফারেন্স রুমে সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে সিম্পোজিয়াম।

যৌথ গবেষণা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন খালেদ হোসেন। এসময় ড. হিমনু কিভাবে তাদের গবেষণায় সাহায্য করছেন সে বিষয়ে আলোকপাত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর. অরুণ কুমার বসাক, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আক্তার ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

রাবি অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে সিম্পোজিয়াম বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাপানি প্রফেসর ড. হিমনু।

 

ঢাকা, ১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ