Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি ভ্রমণে স্টামফোর্ডের বিজেএসসি

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮, ২৩:১৪

স্টামফোর্ড লাইভ: ভ্রমণ নিজেকে জানার অন্যতম উপায়। ভ্রমণ মানুষকে জ্ঞান অজর্ন করতে সাহায্য করে। আর তাই তো বাংলাদেশ জার্নালিজম স্টুডেস্টস কাউন্সিল (বিজেএসসি) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরাও অনেকটা ভ্রমণ পিপাসু।

ভ্রমণ করতে ভালোবাসেন তারা। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণে গিয়েছিলেন বিজেএসসি’র স্টামফোর্ড শাখার সদস্যরা। আনন্দ-উল্লাসের মধ্য দিয়েই পুরোদিনটি উপভোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে।

ভ্রমণের শুরুতে জাবি’র পাখি মেলায় অংশ নেয় তারা। এরপর জাবি’র ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলামের সাথে সাক্ষাত শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন স্থাপনা ও সুইমিংপুল ঘুরে দেখেন।

ঘুরতে ঘুরতে ঘড়ির কাটায় তখন দুপুর ২টা। বটতলার কেএফসি হোটেলে ভাত-ভর্তা খেয়ে একটু বিশ্রামের পর আবার শুরু হয় তাদের ঘুরোঘুরি। এবার তাদের সঙ্গী হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক লেকচারার ও বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের লেকচারার নিশাত পারভেজ।

বিজেএসসি’র স্টামফোর্ড শাখার সভাপতি ছাইফুল ইসলাম মাছুম জানান, জাবি’র সাংবাদিকতা বিভাগের লেকচারার নিশাত পারভেজ ম্যামের আন্তরিকতায় সিক্ত হয়েছে স্টামফোর্ডের ১৪ সদস্যের দল। নিশাত ম্যামের নিমন্ত্রণে তারা দুপুরের খাবার খেয়েছেন বটতলার কেএফসিতে। পুরো বিকেল ম্যাম ঘুরে দেখিয়েছেন জাবির একাংশ। অতিথি পাখিও দেখা হয়েছে।

বিজেএসসি’র স্টামফোর্ড শাখার সাধারণ সম্পাদক অপু মোস্তফা বলেন, ‘সবুজ ঘাসে বসে নিশাত ম্যামও আমাদের সাথে আড্ডা দিয়েছিলেন দীর্ঘ সময়। আমাদের প্রত্যেকের জীবনে প্রাণবন্ত আনন্দঘন দিন হিসেবে উজ্জল হয়ে থাকবে এই ভ্রমণ। আর পুরো ভ্রমণে আমাদের সময় দিয়েছেন বিজেএসসির সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল।’


ঢাকা, ২৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ