Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

"ঢাবিকে জাতীয় উন্নয়নে শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে হবে"

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮, ১৯:৩৩

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্র্রফেসর ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন অবস্থাতেই সহিংসতা করতে দেওয়া হবেনা, যে কোন মূল্যেই রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস এবং সকল ধরনের নাশকতাকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভাবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষার পরিবেশকে সমুন্নত রাখতে ঐতিহ্যের চেতনায় জাতীয় উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিডি ক্লিন ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক।

ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো আমরা সামরিক শক্তির এবং অন্য শক্তির ওপর নির্ভর নয়, আমরা নৈতিক শক্তির ও নিজস্ব শক্তির ওপর বলীয়ান। এখানে অশুভ শক্তির তৎপরতা বরদাশত করা হবে না। আমরা চাই এমন এক ক্যাম্পাস যেখানে সুর, তাল, লয় থাকবে কিন্তু অসুর থাকবে না।

তখন সব বিবেচনায় ক্যাম্পাস কলুষমুক্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঐতিহ্যের চেতনায় জাতীয় উন্নয়নে শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সহিংস কাজ, সন্ত্রাসী কাজের স্থান হতে পারে না। এখানে লাশের রাজনীতি হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী নিয়ে যে পরিবার তার সবচেয়ে বড় শক্তি হলো সামাজিক শক্তি। এই শক্তির কাছে কোন অশুভ টিকতে পারে না, অশুভ শক্তি অত্যন্ত ক্ষণিকের এবং সাময়িক। তাদের পরাজয় অবশ্যই অবশ্যই ঘটবে। আমরা এ সামাজিক শক্তি ব্যবহার করে যে কোন ধরনের অশুভ তৎপরতা প্রতিহত করতে সক্ষম।

সম্প্রতি বিভিন্ন সহিংস ঘটনায় প্রতিবাদে প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে এটিই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন ঢাবি ভিসি।

 

ঢাকা, ২৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ