Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৮, ২২:১০

জাবি লাইভ: আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট এর সহযোগিতায় বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) আয়োজন করে এই প্রতিযোগিতা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-র দল সংশপ্তক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)
অপরাজেয় বাংলা দলকে হারিয়ে এই গৌরব অর্জন করে।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট কর্তৃক আয়োজিত অভিবাসন ও সোনার মানুষ সম্মিলন ২০১৮ এর অংশ হিসেবে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয় গত ২০ ও ২৪ শে জানুয়ারি।

গতকাল ২৫ শে জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় ফাইনাল বিতর্ক।

বিতর্ক শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুলইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এই সংসদ মনে করে যে, অভিবাসন প্রক্রিয়ায় দালালদের সেবা প্রদানকে প্রাতিষ্ঠানিকীকরনই পারে প্রতারণা দূর করতে। এই বিষয়ে বিতর্কে সরকারি দলে ছিল জেইউডিও-সংশপ্তক ও বিরোধী দলে ছিল ডিইউডিএস-অপরাজেয় বাংলা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল জেইউডিও-সংশপ্তকে বিতর্ক করেন দলনেতা
মুশফিক উস সালেহীন (অর্থনীতি-৪২), মোঃ সোহানুর রহমান (দর্শন-৪৩), মিনহাজ রাব্বি (আইবিএ-৪৩)। মোঃ সোহানুর রহমান

ফাইনালের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। ফয়সাল মাহমুদ শান্ত

 

বিজয়ী দলসহ অংশ গ্রহণকারীদের ক্যাম্পাসলাইভের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

 

ঢাকা, ২৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ