Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছাত্রলীগের হামলা: ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৮, ০০:৪৪

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. ফাহমিদুল হক। শিক্ষার্থীরা জানায়, নিপীড়নবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তারা আহত হওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে ফাহমিদুল হক বলেন, সত্যিকারের সাধারণ শিক্ষার্থীরা অধিভুক্ত কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছিল। তাদের বিষয়ে আমরা কিছুই বলবো না। তাদের ওপর ছাত্রলীগের প্রথম দফা হামলার পরে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের প্রতিহত করতে হামলা করা হয়েছে।

গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো ভিসির কার্যালয় ঘেরাও করে। সেখানে পুনরায় হামলা চালায় ছাত্রলীগ। এসময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার বিভিন্ন ছবি।

 

ঢাকা, ২৫ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ