Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবি’র ছাত্র সংসদ নির্বাচন

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৮, ২৩:৩৫

জাককানইবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর পরই অনুষ্ঠিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্র সংসদ নির্বাচন।

ভিসির সেমিনার কক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীদের সাথে একসভায় প্রধান অতিথি প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ এর উপস্থিতিতে এক সাংবাদিক প্রতিনিধির জবাবে এই কথা বলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি এএইচএম মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রথম যদি কোন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাককানইবি শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: সুজন আলী, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: আল জাবির, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ, উদীচি শিল্পী গোষ্ঠী জাককানইবি শাখা, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব, এবং বিশ্ববিদ্যালয়ে উপজাতি শিক্ষার্থীদের সংগঠন (বাগাসাসের) সদস্যরা।

প্রসঙ্গত, আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের রায়ে এ আদেশ দেন।

 


ঢাকা, ২৫ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ