Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবি ছাত্রলীগের হল সম্মেলন

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৮, ০২:০০

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জঙ্গি ও মাদকমুক্ত ক্যাম্পাস নির্মাণ, ছাত্রলীগের অবদান’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের (ছেলেদের ৯টি, মেয়েদের ৪টি) ১৩টি হলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে শাখা ছাত্রলীগের হল সম্মেলন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী প্রফেসর মতিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা কখনোই স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কর্মী হিসেবে সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে। এছাড়াও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশের জন্য নি:স্বার্থভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় সম্মেলনে ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সম্মানিত অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার সাথে সাথে তোমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে ওঠবে। বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব তোমাদেরই। অন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু সবসময় সোচ্চার ছিলেন ছাত্রলীগ সেটাই করে আসছে। তোমরাই আগামী সোনার বাংলার কারিগর হবে।


ঢাকা, ২৪ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ