Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে ইউরোপের মাছচাষ সার্টিফিকেশন শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৮, ০০:৩৫

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদ কর্তৃক অনুষদ কর্তৃক আয়োজিত ইউরোপের মাছচাষের সার্টিফিকেশন: বাংলাদেশে একোয়াকালচার এর সম্ভাবণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ড্যানিডার অর্থায়নে ব্যাংফিশ প্রকল্পের আওতায় ‘ইউরোপের মাছচাষের সার্টিফিকেশন, বাংলাদেশে একোয়াকালচার এর সম্ভাবণা শীর্ষক কর্মশালা মঙ্গলবার মাৎস্য বিজ্ঞান অনুষদীয় সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়।

মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলী আকবর।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউরোফিশ, ডেনমার্ক এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ড. মার্কো ফেডারিকসেন। বক্তাগণ বলেন বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের মাছ চাষে আধুনিকায়নের কোন বিকল্প নাই।

পরে টেকনিক্যাল সেশনে বিষয়ের উপর অনুষদীয় শিক্ষকগণ, গবেষকগণ বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের প্রধান, বিভাগীয় শিক্ষকবৃন্দ, হ্যাচারী মালিক, মৎস্য চাষী ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

 

 

ঢাকা, ২৩ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ