Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবি’তে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা’ বিষয়ক সেমিনার

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮, ০২:৪২

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয় শিক্ষাবিষয়ক সেমিনারটি সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- অনুষ্ঠিত হয়। এসময় সেমিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ

সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মাদ ইলিয়াছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারটির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর . এএইচএম মোস্তাফিজুর রহমান

প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের জীবনকে এমন ভাবে গঠন করতে হবে যাতে তাঁদের জীবনাদর্শকে প্রতিটি শিক্ষার্থী তাঁদের ব্যক্তিজীবনে ধারণ, লালন করে উচ্চ শিক্ষায় সমৃদ্ধ হয়ে নিজেকে জাতি গঠনের ভূমিকায় নিয়োজিত করতে পারেন

তিনি শিক্ষার্থীদেরকে সময়, স্বাস্থ্য এবং নিজ নিজ পঠন পদ্ধতির উপর অধিক গুরুত্ব দিতে আহ্বান জানান। প্রধান আলোচক তাঁর বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা বিষয়ক বিভিন্ন ধারনা উপস্থাপন করেন এবং এধরনের একটি সেমিনার আয়োজনের জন্য বেরোবি ভিসিকে সমাজবিজ্ঞান বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান

সেমিনারটিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

 

 

ঢাকা, ২২ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ