Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি সিনেট, গ্র্যাজুয়েট নির্বাচন: আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৮, ২৩:৪৪

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনে এক চেটিয়া জয় পেয়েছে আওয়ামী পন্থী প্যানেল। গণতান্ত্রিক ঐক্য পরিষদ নামে তারা প্রতিদ্বন্দিতা করেন। সিনেটের ২৫টি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের মধ্যে ২৪টিতেই জয় পায় শাসক দল সমর্থকরা। অন্যদিকে একটি মাত্র রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত হয় বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী পরিষদ থেকে।

আজ রোববার বিকেল পৌণে ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোগ গ্রহণ ও গণনা হয়েছে। কোন পক্ষের কোন ধরণের অভিযোগ ছিল না। সব পক্ষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গণনা হয়েছে।’ জানা গেছে, এবার মোট ভোটার ছিল ৪৩ হাজার ৯৯৭।
তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন সর্বমোট ২২ হাজার ৬৪২ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। বিভিন্ন কারণে ১ হাজার ২৬০টি ভোট বাতিল হয়েছে।

গণতান্ত্রিক ঐক্য পরিষদ থেকে নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিবৃন্দ হলেন: মো: আতাউর রহমান প্রধান (প্রাপ্ত ভোট ১২ হাজার ৯৬৭), এ. এস. এম. মাকসুদ কামাল (প্রাপ্ত ভোট ১২ হাজার ৪৬), এম. ফরিদ উদ্দিন (প্রাপ্ত ভোট ১১ হাজার ৯৬৮), এ. আর. এম. মঞ্জুরুল আহসান বুলবুল (প্রাপ্ত ভোট ১১ হাজার ৯২৪), এস. এম. বাহালুল মজনুন (প্রাপ্ত ভোট ১১ হাজার ৫৯৬), মুহাম্মদ আবদুস সামাদ (প্রাপ্ত ভোট ১১ হাজার ৫৬৮), জিনাত হুদা (প্রাপ্ত ভোট ১১ হাজার ৫৫৭), অসীম সরকার (প্রাপ্ত ভোট ১১ হাজার ৩৩৫), এম. ইকবাল আর্সলান (প্রাপ্ত ভোট ১১ হাজার ২২০), সাদেকা হালিম (প্রাপ্ত ভোট ১১ হাজার ১৬৭), মাহফুজা খানম (প্রাপ্ত ভোট ১১ হাজার ১২০), তাজিন আজিজ চৌধুরী (প্রাপ্ত ভোট ১১ হাজার ৮৫), এমরান কবির চৌধুরী (প্রাপ্ত ভোট ১১ হাজার ৩৩), এ. এইচ. এম. এনামুল হক চৌধুরী (প্রাপ্ত ভোট ১০ হাজার ৯২৪), মো: লিয়াকত হোসেন মোড়ল (প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৩৮), মো: আলাউদ্দিন (প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৮৬), সৈয়দ হুমায়ুন আখতার (প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৩৯), রামেন্দু (কৃষ্ণ) মজুমদার (প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৮১), এ. বি. এম. বদরুদ্দোজা (প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৭২), নিজাম চৌধুরী (প্রাপ্ত ভোট ১০ হাজার ৫২৮), মো: আব্দুল আজিজ (প্রাপ্ত ভোট ১০ হাজার ৫১২), মোহাম্মদ আব্দুল বারী (প্রাপ্ত ভোট ১০ হাজার ৪৫২), রঞ্জিত কুমার সাহা (প্রাপ্ত ভোট ৯ হাজার ৯৬৭) এবং মো: নাসির উদ্দিন (প্রাপ্ত ভোট ৯ হাজার ৮১৮)। আর জাতীয়তাবাদী পরিষদ থেকে একমাত্র নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি হলেন- আ. ফ. ম. ইউসুফ হায়দার (প্রাপ্ত ভোট ১০ হাজার ৫০০)।

এদিকে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান ক্যাম্পাসলাইভকে বলেন, ‘ঢাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা ঢাকায় ভালো করেছি। তবে আঞ্চলিক কেন্দ্রগুলোতে আমাদের ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারেন নি। আবার এবার আমাদের ভোটারও কম ছিল। কারণ এবার অনেক সেশনাল ভোটার করা হয়েছে। গণতান্ত্রিক ঐক্য পরিষদ অনেক সেশনাল ভোটার করেছে। কিন্তু আমাদের সেশনাল ভোটার কম ছিল। তবে আমরা ফলাফল মেনে নিয়েছি। আশা করি যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবেন।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে এবং ঢাকার বাইরে গত ৬ জানুয়ারি ২৮টি কেন্দ্রে, ১৩ জানুয়ারি ১৩টি কেন্দ্রে এবং ১৬ জানুয়ারি ১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

 

ঢাকা, ২১ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ