Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুয়াকাটা ভ্রমণে যাচ্ছে শাবির টুরিস্ট ক্লাব

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৮, ০৩:৪৫

শাবি লাইভ: অপরুপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা ভ্রমণে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ‘টুরিস্ট ক্লাব সাস্ট’।

এ বছরের ন্যাশনাল ট্যুরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি ক্যাম্পাস থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিবে ভ্রমণ পিপাসু অভিযাত্রীরা। সিলেটে ফিরবে ২৯ জানুয়ারি সকালে। সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ রহমান এ তথ্য জানান।

চার রাত তিন দিনের এ ট্যুরে তাঁরা উপভোগ করবেন কুয়াকাটা সমুদ্র সৈকত, লেবুর চর, গঙ্গামতির চর, কাউয়ার চর রাখাইন পল্লী, লাল কাঁকড়ার চর, কুয়াকাটা কুয়া, মিষ্টি পানির কুয়া, বৌদ্ধ মন্দির শুটকি পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্থান। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফাতরার চর।

শাহেদ রহমান জানান, এবারের ট্যুরে ৪০ জন অংশগ্রহণ করছে। ফি নির্ধারণ করা হয়েছে ক্লাবের সদস্যদের জন্য জন্য ৫ হাজার ৬শত যেকোনো সাস্টিয়ানদের জন্য ৫ হাজার ৮শত টাকা। ট্যুরে যেকোনো সাস্টিয়ান তাঁর অতিথিসহ অংশগ্রহণ করতে পারবেন, অতিথীদের ফি জনপ্রতি ৬ হাজার টাকা।

এছাড়া ট্যুর সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট (touristclubsust.org) ও ফেইসবুক পেইজ (www.facebook.com/TouristClubSUST) থেকে জানা যাবে বলে জানান তিনি।

 

ঢাকা, ২০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ