Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৮, ০৩:২৬


ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ঢাকার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় থেকে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ শুরু হয়।

এ সময় কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। স্বত:স্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। ভোট গ্রহণের কেন্দ্রগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করেছেন। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল তিনটি হলো, গণতান্ত্রিক ঐক্য পরিষদ, জাতীয়তাবাদী পরিষদ এবং প্রগতি পরিষদ।

২১ জানুয়ারি সব কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।


ঢাকা, ২০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ