Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে রিজেন্ট বোর্ডের তিনজন সদস্য নির্বাচিত

প্রকাশিত: ১৯ ডিসেম্বার ২০১৭, ০০:১৪

 

হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের সভা সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে সভায় বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিতব্য সভায় মোট এজেন্ডা ছিল ১৭ টি এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচন। রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচনের জন্য ভোটের আয়োজন করা হয়।

এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৬ জন সিনিয়র শিক্ষক প্রতিযোগিতা করে তাদের মধ্য সবচেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইকোনমিকস বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফাহিমা খানম। যিনি ৪২ টি ভোট পান।

২য় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হোন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর মো: মিজানুর রহমান। যিনি মোট ৩৯ ভোট পেয়েছেন।

৩য় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হোন মৃত্তিকা বিভাগের শিক্ষক প্রফেসর ড.মো: শাহাদাৎ হোসেন খান। যিনি মোট ৩৭ টি ভোট পান।

এছাড়াও এ নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মো: রুহুল আমিন ( ২২ টি ভোট), পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাইফুর রহমান (১৭ টি ভোট পেয়েছেন), এবং প্রফেসর ড. নাজিম উদ্দিন যিনি পেয়েছেন (১২ টি ভোট)।

উল্লেখ্য যে রিজেন্ট বোর্ডের সদস্যগন তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন।


ঢাকা, ১৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ